উত্তরদিনাজপুর

খুঁটি পূজার মধ্য দিয়ে আপামর বাঙালি মেতে উঠেছে শ্যামা পূজার আরাধনায়।

উৎসবপ্রেমী বাঙালি। শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই আপামর বাঙালি মেতে উঠেছে শ্যামা পূজার আরাধনায়। উত্তর দিনাজপুর জেলার নজরকারা বিগ বাজেটের শ্যামা পূজাগুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার ত্রিধারা ক্লাবের শ্যামা পূজা। শনিবার খুঁটি পূজার মধ্য দিয়ে পূজার সুচনা হলো ত্রিধারা ক্লাবে।

এবছর ত্রিধারা শ্যাম পূজা ৪৬ তম বর্ষে পদার্পণ করলো। প্রতিবছর বড় ধরণের পূজা মন্ডপ করে থাকে ত্রিধারা ক্লাব। কিন্তু গত বছর থেকে করোনা অতিমারির কারণে বড়ধরণের পূজা মন্ডপ না করে সরকারি বিধি মেনে খোলা আকাশের নিচে থিমের পূজার আয়োজন করা হয়েছে।এবছর ছোট থেকে বড় সব ধরণের মানুষের মনরঞ্জনের জন্য থিমের পূজা উপহার দিবে বলে জানান ক্লাবের সম্পাদক সুজিত সরকার।